মো. শাহজাহান:মুজিবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নে দেশর সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান কার্যক্রমের আওতায় খাগড়াছড়িতে আগামীকাল বুধবার ১৪৬৬ টি ঘর উপকার ভোগীদের কাছে হস্তান্তর করা হবে।
আজ মঙ্গলবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক সহিদুজ্জামান।
বুধবার সকালে ভার্চুয়ালি গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খাগড়াছড়ি জেলার ১৪৬৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ দ্বিকক্ষ বিশিষ্ট সেমি-পাকা ঘর প্রদান করা হবে। প্রতিটি ঘর নির্মাণে ২ লাখ ৮৪হাজার ৫শত টাকা ব্যায় হয়েছে। এর আগেও ৪৯৭৯ টি ঘর খাগড়াছড়ি জেলায় প্রদান করা হয়েছে। এছাড়া আরো ৫৮৩ টি ঘর নির্মাণাধীন রয়েছে।
এডিসি ফেরদৌসী বেগম, এনডিসি মঞ্জুরুল আলম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীসহ জেলায় কর্মরত সাংবাদিকরা প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।