বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
হাতিয়ায় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান হাতিয়ায় রাতের অন্ধকারে প্রবাসীর বাড়ীতে হামলা ভাংচুর হাতিয়ায় মাসিক ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত উত্তর কাট্টলি ওয়ার্ড যুবদলের উদ্যোগে প্রতিষ্টা বার্ষিকী উদযাপন উত্তরায় মেট্রোপলিটন প্রেসক্লাব নার্সারির শেড উদ্বোধন  হাতিয়ায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৃথক দুই গ্রুপের ফ্রি মেডিক্যাল ক্যাম্প মো: লিয়াকত আলী চৌধুরী মাযুস ও মাসস এর প্রধান উপদেষ্টা নির্বাচিত সোনাকানিয়ার সাবেক যুবলীগ নেতার উপর দুর্বৃত্তের হামলা উত্তরায় মেট্রোপলিটন প্রেস- ক্লাবের মানব বন্ধন  বিএনপি নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল: মুজিবুর রহমান

মৌলভীবাজারে র‌্যাব-৯ এর অভিযানে অস্ত্র ও ডাকাতি মামলার ৩ আসামি গ্রেপ্তার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৪৩ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ২:১০ অপরাহ্ণ

মৌলভীবাজার প্রতিনিধি:সিলেটের গোলাপগঞ্জ থানার মাসুরা গ্রামে সংঘটিত ডাকাতি মামলায় র‌্যাব তিনজনকে গ্রেপ্তার করেছে। মৌলভীবাজারের কমলগঞ্জ ও বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প।

গত ১৯ মার্চ রাতে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মিহারি গ্রামের প্রফুল্ল কুমার দাসের ছেলে নকুল দাস (৪২), কমলগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের আজিম মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩২) ও একই উপজেলার লালাপুর গ্রামের মৃত বরজান মিয়ার ছেলে হাফিজ মিয়া (৩৯)।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ রাতে সিলেটের গোলাপগঞ্জ থানার মাসুরা গ্রামে ব্যবসায়ী আব্দুল হকের বাড়িতে ৭-৮ জনের ডাকাতদল হানা দেয়। ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সব সদস্যের হাত-পা বেঁধে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে যায়। এই ঘটনায় ১৮ মার্চ গোলাপগঞ্জ থানায় অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে একটি মামলা হয়।

র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসার-আল-আলম জানান, ঘটনার পর থেকে র‌্যাব-৯ ছায়া তদন্তে নামে। র‌্যাবের তদন্তে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ওই ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যাওয়ায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাবের ওই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সিলেট ও মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতির একাধিক মামলা চলমান রয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর