বিপ্লব ইসলাম,লংগদু উপজেলা প্রতিনিধি:প্রধানমন্ত্রী সারা দেশের সাথে সমন্বয় করে পাহাড়েও প্রচুর উন্নয়ন করেছে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি (২৯৯ নং আসনের) সংসদ সদস্য দীপংকর তালুকদার।
তিনি বলেন,পাহাড়ের উন্নয়ন এর অগ্রগতি এতো দ্রুত গতিতে এগিয়েছে যা বিগত দিনে অন্য কোনো সরকারের পক্ষে সম্ভব হয়নি।
বুধবার (২২শে মার্চ) দুপুরে লংগদু উপজেলার মাইনীমুখ মডেল হাই স্কুলের নবনির্মিত বিজ্ঞান ভবন উদ্বোধন ও ২০২৩ ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় দোয়া ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার (এমপি) এসব কথা বলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই চৌধুরী, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান,ও মাইনীমুখ মডেল হাই স্কুলের সভাপতি হাজী ফয়েজুল আজীম, প্রধান শিক্ষিকা রফিকুন্নেছা,প্রমুখ সহ স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।