মৌলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গলে উপজেলা আনসার ও ভিডিপির দলনেতা-দলনেত্রীদের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ১নং মির্জাপুর ইউনিয়ন দলনেতা মো: ইলিয়াস মিয়া, শ্রীমঙ্গল ৩নং সদর ইউনিয়ন দলনেতা মো: মনির মিয়া ও দলনেত্রী মাহিনুর বেগমকে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা মো: শরীফ উদ্দিন এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষিকা রুনা চৌধুরী, সিন্দরখান ইউনিয়ন দলনেতা মো: মোছাব্বির মিয়া ও ভুনবীর ইউনিয়ন দলনেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান।
এছাড়াও অনুষ্টানে আনসার ও ভিডিপির অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্টানে ৪৩তম জাতীয় সমাবেশে প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক পাওয়ায় শ্রীমঙ্গলে উপজেলা আনসার ও ভিডিপির পক্ষ থেকে পৌরসভার ৬নং ওয়ার্ড দলনেতা আহছান উল্লাহ সুমনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।