নিজস্ব প্রতিনিধি ঃ নগরীর বাকলিয়া থানাধীন ১৭ নম্বর ওয়ার্ডের রাহাত্তার পোল বড় কবরস্থান এলাকায় স্থানীয় দরিদ্র মানুষের মাঝে আসন্ন রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল (২২ মার্চ) বিকেলে ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক ও খাজা গরীবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি (রঃ) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইউনুছ কোম্পানির উদ্যোগে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।
অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী বলেন, খাজা গরীবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি (রঃ) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইউনুছ কোম্পানি সত্যিকার অর্থে একজন বঙ্গবন্ধুর আদর্শিক কর্মী। তাঁর মতো অন্যদেরও মানুষের সেবায় এগিয়ে আসা উচিত। তার মতো মানবিক মানুষ আমাদের জন্য সম্পদ। ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মোঃ সোলাইমান হোসেন রাজু’র সঞ্চালনায়, ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক কাউন্সিলর আলহাজ্ব শহীদুল আলম, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাহাব উদ্দিন চৌধুরী, বাকলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ ইসহাক, অধ্যাপক মোঃ ইলিয়াস,পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আলী নেওয়াজ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহীন আক্তার রোজী।
এসময় উপস্থিত ছিলেন, চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী ইলিয়াস জাফর,আহবায়ক কমিটির সদস্য আবদুল জব্বার খন্দকার,প্রবীণ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আজিজ উল্লাহ, ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, আহবায়ক কমিটির সদস্য আবু সায়িদ মিন্টু, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ ইকবাল হোসেন, সাগর আলী, ডাঃ শওকত ইমরান, ১নং ইউনিট সাধারণ সম্পাদক মোঃ হারুন, ২নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ জিয়াউর রহমান, ৩নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম রানাসহ থানা,ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ,যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।