মৌলভীবাজার প্রতিনিধিঃমৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে ৭ জুয়াড়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) গভীর রাতে রাজনগর থানার এসআই কামাল উদ্দিন এর নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার কামারচাক ইউনিয়নের জামালপুর গ্রামে অভিযান চালিয়ে ৭ জুয়াড়ীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত জুয়াড়ীরা হলেন, বাবুল মিয়া, শামসুল মিয়া, শাবুদ্দিন, তসকির মিয়া, এরশাদ মিয়া, সুনাম মিয়া ও বিলাল মিয়া।
পুলিশ এসময় জুয়ার আসর থেকে ১০০পিছ তাস ও নগদ ১৯৫০টাকা উদ্ধার করে। অভিযানের সময় অন্য ৩জন জুয়াড়ী পালিয়ে যায়। আটক ৭ জুয়াড়ী ও পলাতক ৩জনসহ মোট ১০জনের বিরুদ্ধে রাজনগর থানায় জুয়া খেলা আইনে মামলা দায়েরের পর সকালে ৭ জুয়াড়ীকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছ।