শেরপুর প্রতিনিধি:শেরপুরে বৃদ্ধ স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ২৮ মার্চ (মঙ্গলবার) সকালে তাদের বসত ঘর থেকে মৃত অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। শেরপুর সদর উপজেলার বলাইরচর ইউনিয়নের চকসাহাব্দী ফকিরগঞ্জ বাজারে ওই ঘটনা ঘটে। এই বৃদ্ধ দম্পতির নাম ছয়রা বেগম (৭৫) ও শামসুল হক (৭৮)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্বাভাবিক ভাবেই রাতে স্বামী-স্ত্রী ঘুমিয়ে যায়। সকাল পৌনে ৭টার দিকে তাদের নাতি ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরের টিনের বেড়া ফাঁক করে দেখে। পরে ঘরের ভিতর গিয়ে দেখা যায় ছয়রা বেগম বিছানায় এবং শামসুল হক মেঝেতে পরে আছে। পরে পরিবারের লোকজন পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুবকর সিদ্দিক বলেন, আমরা ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল উদ্ধার করেছি। নিহত স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি ও মনোমালিন্য ছিল বলে জানা গেছে। এ ঘটনায় আপাদতত অপমৃত্যুর মামলা নেয়া হচ্ছে। মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।