কামরুল হাসান:মিরসরাইয়ে রমজান মাস উপলক্ষে বাজারে সকল প্রকার দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধে নিয়মিত বাজার মনিটরিং করেছেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন।
রোববার (২ এপ্রিল ) বিকালে উপজেলার হাদিফকিরহাট বাজারে এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় প্রতিটা মুদি দোকান, শাক-সবজি, মাছ-মাংস, বিভিন্ন জাতের মুরগির দোকান মনিটরিংসহ সঠিক ওজন দেয়া, মেয়াদোত্তীর্ণ দ্রব্য বিক্রি না করা এবং দ্রব্যের দৈনিক মূল্য তালিকা রাখার পাশাপাশি কেউ যেন দ্রব্যমূল্য নিয়ে বাজারে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে থানা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন বলেন, রমজান মাস উপলক্ষে পুলিশ সুপার চট্টগ্রাম মহোদয়ের নির্দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধে দ্রব্যের দোকান-গুলোতে মনিটরিং ও মাইকিংসহ বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। অন্যথায় নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে। পুরো রমজান মাসব্যাপী মিরসরাই থানা পুলিশের এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।