মো. শাহজাহান: সেচ্ছাসেবক দল এবং শ্রমিক লীগের পাল্টাপাল্টি কর্মসূচির কারনে খাগড়াছড়ি বাসটার্মিনাল এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
শুক্রবার দুপুরে খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান স্বাক্ষরিত ১৪৪ ধারা জারির নোটিশ প্রকাশ করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, আগামী ৮ এপ্রিল খাগড়াছড়ি বাসটার্মিনাল সন্নিকটে খাগড়াছড়ি জেলা বিএনপি ইফতার মাহফিলের আয়োজনের উদ্যেগ গ্রহণ করছে। অপর দিকে একই তারিখে উক্ত এলাকায় জাতীয় শ্রমিক লীগ খাগড়াছড়ি পৌর শাখা শ্রমিক সমাবেশ ও ইফতার বিতরণ কর্মসূচির উদ্যেগ গ্রহণ করেছে।
যেহেতু একই এলাকায় দুই সংগঠন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে এতে আইনশৃঙ্খলা বিঘ্ন হওয়ার আশংকা রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ০৮ এপ্রিল ২০২৩ইং শনিবার সকাল ৮ টা হতে রাত ১০ টা পর্যন্ত খাগড়াছড়ি পৌর বাসটার্মিনাল এলাকা এবং তৎসংলগ্ন মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে।