মিয়া বাবলাঃ আঞ্জুমানে মুহিব্বানে হযরত শাহ ধন মিয়া (রঃ) ও হযরত খাইরুজ্জামান শাহ্ মাইজভান্ডারী (রঃ) প্রকাশ খাইরিয়া দরবার শরীফের আয়োজনে পবিত্র বদর দিবস ও মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল পাহাড়তলী মৎস্যবাজার কমিটির সভাপতি সাব্বির আহমদ এর সভাপতিত্বে ৯ এপ্রিল (রবিবার) নগরীর স্টেশন রোডস্থ হোটেল প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল হল রুমে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওলাদ গণের পক্ষে শাহজাদা মোঃ নিজাম উদ্দিন মাইজভান্ডারী। এতে উপস্থিত ছিলেন মুখপাত্র আরিফুল ইসলাম চৌধুরী
ওয়াহিদুল আলমের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন সভাপতি খাইরিয়া কমিটি সরাইপাড়া মোহাম্মদ কামাল মিয়া, অর্থ সম্পাদক খাইরিয়া কমিটি দুলালাবাদ মোঃ বেলাল হোসেন, সভাপতি দুলালাবাদ খাইরিয়া কমিটি নুরুল আমিন জসিম, খাইরিয়া কমিটি দুলালাবাদ শাখা সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, মোঃখালেদ, মোঃমানিক, সাংবাদিক বাবুল মিয়া বাবলা, রহম আলী শাহ গলি খাইরিয়া কমিটির সভাপতি মোঃ মাসুম সহ আশেক, ভক্ত,মুরিদানগন উপস্থিত ছিলেন।