আজিম উদ্দিনঃ কক্সবাজার ঝিলংজা ১নং ওয়ার্ডে পূর্ব কলাতলী আদর্শ সমাজ কমিটি ও বায়তুন নুর জামে মসজিদ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
৯ই এপ্রিল রবিবার (১৭ই রমজান) বায়তুন নুর জামে মসজিদে ইফতার মাহফিল আয়োজন করা হয়। ইফতার মাহফিলে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন বাইতুন নুর জামে মসজিদের পেশ ইমাম আবরান হোসেন।এতে শতাধিক মুসল্লীর জন্য ইফতারের আয়োজন করেন আয়োজক কমিটি।
উপস্থিত ছিলেন বায়তুন নুর জামে মসজিদ কমিটির সভাপতি নুর হোসেন,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,পূর্ব কলাতলী আদর্শ সমাজ পরিচালনা কমিটির উপদেষ্টা মোহাম্মদ সিরাজ,জহির আলম, সভাপতি আব্দুল্লাহ,সিনিয়র সহ সভাপতি সৈয়দ আলম, সাধারণ সম্পাদক এখলাছ চৌধুরী,প্রচার সম্পাদক নুরুল হাকিম,উত্তর আদর্শ গ্রাম সমাজ কমিটির সভাপতি নাছির উদ্দিন,দক্ষিণ আদর্শ গ্রাম সমাজ কমিটির সাধারণ সম্পাদক সোহেল,নুরুল আবছার, সাইফুল, জাহেদুল ইসলামসহ মসজিদ ও সমাজ কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।