শুভাশীষ দাশ প্রতিনিধি রামগড় (খাগড়াছড়ি)ঃখাগড়াছড়ি জেলা প্রশাসকের পক্ষ থেকে রামগড়ের এতিমখানা ও অনাথালয়সহ ৬টি প্রতিষ্ঠানকে ত্রাণ প্রদান করা হয়েছে। রামগড় উপজেলা নির্বাহি অফিসার মমতা আফরিন রবিবার এ ত্রাণ বিতরণ করেন। প্রত্যেক প্রতিষ্ঠানকে এক মেট্রিক টন করে খাদ্যশস্য দেয়া হয়।
প্রতিষ্ঠানগুলো হল, শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বীরউত্তম বিদ্যা নিকেতন, স্বামি বিবেকানন্দ অনাথালয়, বলিপাড়া এতিম খানা, কলাবাড়ি হাই স্কুল, বালুখালী উচ্চ বিদ্যালয় ও গুঁজাপাড়া নিম্ম মাধ্যমিক স্কুল। প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীলদের কাছে সহায়তা হস্তান্তর করা হয়।