এনামুল হক, শেরপুরঃ শেরপুরে “ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল সোমবার সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনী গন্ধায় ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২৩ উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় জেলা প্রশাসক সাহেলা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিউর রহমান আতিক এমপি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মুক্তাদিরুল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম, সিভিল সার্জন ডা.অনুপম ভট্টাচার্য, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এএসএম নুরুল ইসলাম হিরো, সাবেক উপজেলা কমান্ডার মোখলেসুর রহমান আকন্দ সহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন সহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মহান মুক্তিযোদ্ধে সকল বীর শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।