নিজস্ব প্রতিনিধি ঃ সম্প্রতি ফকির হযরত শাহ্’র কথা সুরে রেকর্ড এবং ভিডিও সম্পন্ন হলো নতুন কয়েকটি গানের, মডার্ণ ফোক মেলোডিয়াস স্যাড মুডের গানগুলোর শিরোনাম রাখা হয়েছে যথাক্রমে ‘স্বর্গীয় প্রেম’ এবং ‘ভুললি আমার নাম’রিয়েল আশিকের সঙগীতায়োজনে ‘স্বর্গীয় প্রেম’ গানটিতে কন্ঠ দিয়েছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী দিলরুবা খান এবং ‘ভুললি আমার নাম’ গানটিতে কন্ঠ দিয়েছেন সরকারি সঙ্গীত কলেজের ছাত্রী নবাগত কণ্ঠশিল্পী প্রিয়াঙ্কা পিউ।
গানগুলো প্রসঙ্গে ফকির হযরত শাহ্ ব’লেন আমার লেখা সুরে প্রতিটি গানেই আমি নতুনত্ব এবং বৈচিত্র্যময়তাকে প্রাধান্য দিয়ে থাকি এবারও তার ব্যতিক্রম নয়। রিয়েল আশিক ভাই’র অনন্য সঙগীতায়োজন, দিলরুবা খানের অনবদ্য এবং প্রিয়াঙ্কার অসামান্য গায়কী গানগুলোকে সত্যিই প্রানবন্ত করে তুলেছে।আশাকরি এ গান দুটি সব শ্রেণির শ্রোতাদের কাছেই ভালো লাগবে। খুব শীঘ্রই আর থ্রি টিউন ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে একটি গান, আর দিলরুবা খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দিলরুবা খানের গাওয়া গানটি অবমুক্ত হবে।