শুভাশীষ দাশ প্রতিনিধি রামগড় (খাগড়াছড়ি):
খাগড়াছড়ির রামগড়ে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তম এর ৫২ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
শাহাদাতবার্ষিকী উপলক্ষে রামগড় পৌর ভবন সংলগ্ন শহীদ আফতাবুল কাদের বিদ্যা নিকেতন এর উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ,কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে খাগড়াছড়ির রামগড় কেন্দ্রীয় কবরস্থানে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে কবর জিয়ারত করা হয়। পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগড় ৪৩ বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম পিএসসি, জি+।
শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বিদ্যা নিকেতন পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মংপ্রু চৌধুরী, রামগড় উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা হাজী শহিদুল্লা,বীর মুক্তিযোদ্ধা মোঃ বাহার উদ্দিন, রামগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দীন লাভলু,সাংবাদিক শুভাশীষ দাশ , বাহার উদ্দিন, এমদাদ খান, মোঃ মোজাম্মেল হোসাইনসহ শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বিদ্যানিকতনের শিক্ষক শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
পরে শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিদ্যালয় প্রাঙ্গণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা কোর্ট মসজিদের খতিব আকতার হোসাইন জিহাদি মিলাদ ও দোয়া পরিচালনা করেন।
উল্লেখ যে, ১৯৭১ সালের ২৭ এপ্রিল খাগড়াছড়ির মহালছড়িতে পাক বাহিনী ও তাদের সহযোগী মিজোবাহীনির সাথে সংঘটিত এক সম্মুখ যুদ্ধে শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের শহীদ হন।
শুভাশীষ দাশ প্রতিনিধি রামগড় (খাগড়াছড়ি)
২৭/৪/২০২৩