নিজস্ব প্রতিনিধি ঃ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের আওতাধীন ২নং বালিথুবা(পূর্ব) ইউনিয়ন ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক সিয়াম তালুকদার এর উদ্যোগে কৃষক লোকমান বেপারীর ধান কেটে দিয়েছে ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
অসহায় কৃষক লোকমান বেপারী বলেন, আমার জমির ধান কাটতে ৫-৬ জন শ্রমিক লাগতো যাদের হাজিরা ৬০০ টাকা করে দেওয়া লাগতো যা আমার পক্ষে সম্ভব ছিলো না কিন্তু ছাত্রলীগ ছেলেরা সকাল থেকে এই রোঁদ দিয়েও আমার ধান গুলো কেটে দিয়েছে বিনা হাজিরায়।
এসময় ধান কাটার কাজে অংশগ্রহন করেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা তাহসিন খান,তাজরিয়ান তপাদার, শামীম খান, সৌরভ, নাছিম, পারভেজ, সাইমুন তালুকদার।