মো. শাহজাহান :খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি ইব্রাহিম খলিল’র জানাজায় জনতার ঢল নেমেছে। তরুণ এ রাজনৈতিক নেতার বিয়োগান্ত জেলায় শোকাবহ অবস্থা বিরাজ করছে।
বৃহস্পতিবার দুপুর ২ টা ৩০ মিনিটে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি জানাজা শেষে কফিনে কেন্দ্রীয় যুবদলের পতাকা জড়িয়ে সম্মান জানান।
এছাড়াও খাগড়াছড়ি পৌরসভার পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়েছে।
জানাজায় কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইঁয়া,খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, কক্সবাজার জেলা যুব দলের সভাপতি উজ্জ্বল, রাঙ্গামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়েমসহ খাগড়াছড়ি জেলা বিএনপি অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
ইব্রাহিম খলিল গত ২৭ এপ্রিল ব্রেইন স্টোক করেন। পরবর্তীতে চট্টগ্রামে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় ৪ মার্চ ভোর সাড়ে পাঁচটায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন।