বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন

শেরপুরের লছমনপুর ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৬৮ বার পঠিত
আপডেট : বুধবার, ১০ মে, ২০২৩, ১:৫৯ পূর্বাহ্ণ

এনামুল হক, শেরপুর প্রতিনিধিঃশেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ মে মঙ্গলবার রাত ৯ ঘটিকায় কুসুম হাটি বাজারস্থ মেইন রাস্তার পাশে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর জেলা আওয়ামীলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক আবুল হোসেন রাসেল”র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি”র বক্তব্য রাখেন, শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু।

জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এসএম সেতু আহমেদ”র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান।

ছানুয়ার হোসেন ছানু জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হওয়ার পর লছমনপুর ইউনিয়নে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে এটাই প্রথম মতবিনিময় সভা। সভার শুরুতে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের মিছিলে মিছিলে মতবিনিময় সভাস্থল জনসমূদ্রে পরিনত হয়।

মতবিনিময় সভায় অন‍্যান‍্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শামছুন নাহার কামাল, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত দে বানু, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও লছমনপুর ইউনিয়নে চেয়ারম্যান আব্দুল হাই, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. সেলিম মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা মো. মোবারক হোসেন প্রমূখ।

এসময় অন‍্যান‍্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সাবেক সহ-সভাপতি মোসাদ্দেক ফেরদৌস, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এড. সামাদ”র ছেলে জিএম আহমেদ জয়, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব চেয়ারম্যান, সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ভিপি মোহাম্মদ বায়েজীদ হাছান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, জেলা পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্য এড. ফরহানা পারভীন মুন্নী, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, চরমোচারিয়া ইউপি চেয়ারম্যান সাব্বির হোসেন খোকন, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদের, চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম রেজা, সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ, কামারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরে আলম সিদ্দিক, উপজেলা যুবলীগের সভাপতি আসাদুজ্জামান দুলাল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট সহ আওয়ামীলীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ ভোটারগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর