আলমগীর হোসেন, (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে চেয়ারম্যান হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজহারুল ইসলাম।
শনিবার (১০ জুন) সন্ধ্যায় উপজেলার কুতুবপুর রওশন আলী উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশ ডেকে তিনি নবগঠিত বড়চওনা ইউনিয়ন পরিষদের নির্বাচনে নিজের প্রার্থিতার ঘোষণা দেন।
সমাবেশে বড়চওনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আখতারুজ্জামান মণ্ডলের সভাপতিত্বে মো. কবির আহমেদ, হায়দার আলী, মিনহাজ উদ্দিন, আব্দুল হাকিম প্রমুখ বক্তব্য দেন
বক্তারা বলেন, আজহারুল ইসলাম দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি সখীপুর উপজেলা আওয়ামী লীগের তিনবারের সহসভাপতি, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগেরও আহ্বায়ক ছিলেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। যোগ্য ও ত্যাগী হিসেবে তিনিই মনোনয়ন পাওয়ার প্রকৃত দাবিদার। কিন্তু এই ইউনিয়নে একজন তথাকথিত আওয়ামী লীগারকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সমাবেশে ওই ইউনিয়নের সহস্রাধিক জনগণ উপস্থিত ছিলেন।