সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৩৬ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ১১:২৩ অপরাহ্ণ

মো. শাহজাহান :কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়াকে হত্যার হুমকির প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি অংগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বুধবার দুপুর ১২ টার দিকে শহরের মিল্লাত চত্বর থেকে মিছিলটি বের হয়। মিছিলটি ভাঙ্গাব্রিজ এলাকায় পৌঁছলে প্রথম পুলিশের বাঁধার মুখে পড়ে। পুলিশ ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে হাতাহাতি হয়। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, গত ১৯ জুন বেসরকারি টেলিভিশন দেশ টিভির টক-শো অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইঁয়া ও আওয়ামী লীগের মনিরুজ্জামান মনি’র মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর