শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

হত্যা মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১২৭ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ১১:১৯ অপরাহ্ণ

এজি কায়কোবাদ, গাজীপুরঃ জিএমপি, গাজীপুর আদাবৈ এলাকায় প্রকাশ্য দিবালোকে আতিকুর রহমান নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামী মোঃ ফয়সাল(২৩)কে গ্রেফতার করেছে র‍্যাব-১।

গ্ৰেফতারকৃত আসামী হলেন, মহানগরের আদাবৈ এলাকার মোঃ লতিফ এর ছেলে মোঃ ফয়সাল(২৩)।

র‌্যাব-১ গাজীপুর ক্যাম্পের কর্মকর্তা এসআই রকি মণ্ডল জানান, ২১ জুন (বুধবার) জিএমপি, গাজীপুর সদর থানাধীন শিমুলতলী এলাকায় অভিযান পরিচালনা করে অত্র ক্যাম্পের সম্মানিত কোম্পানী কমান্ডার মহোদয়-এর চৌকস নেতৃত্বে এই হত্যাকান্ডের অন্যতম আসামীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই।

এবিষয়ে, র‍্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর কোম্পানী কমান্ডার, মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, গত ১৬ জুন সকালে আতিকুর রহমান স্থানীয় আদাবৈ ‘নেক্সাট এক্সপার্ট জোন লিমিটেড’ হতে ক্রয়কৃত ঝুটের মাল নেক্সাট এক্সপার্ট ফ্যাক্টরীর মেইন গেইটের সামনে পিকআপ গাড়ীতে লোড করার উদ্যোগ নিলে গ্ৰেফতারকৃত আসামী মোঃ ফয়সাল অন্যান্য আসামীদের সহায়তায় তাদের হাতে থাকা পিস্তল, চাপাতি, ছেন, চাইনিজ কুড়াল, ইত্যাদি মারাত্নক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উক্ত নেক্সাট এক্সপার্ট জোন লিমিটেড এর ঝুটের মাল নিতে বাধা প্রদান করে। ভিকটিম প্রতিবাদ করলে আসামী ফয়সাল ও অন্যান্য আসামীগণ, আতিকুর রহমানকে এলোপাতাড়ি ভাবে মারধর করে এবং একপর্যায়ে ভিকটিম আতিকুর রহমানকে গুলি করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর