বিপ্লব ইসলাম, লংগদু উপজেলা প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদুতে ট্রলি উল্টে হাবিব আলম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে বাগাচতর ইউনিয়নের মারিশ্যাচর এলাকায় নিচু জমিন থেকে উপরে উঠতে গিয়ে গাড়ির চাকা স্লিপ করলে চালক হাবিব গাড়ি থেকে লাফিয়ে পড়ে আহত হয়, তৎক্ষনাৎ পাশে থাকা লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় ইবনেসিনা হাসপাতালে নিয়ে যায়, পরে পরীক্ষা নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইবনেসিনা হাসপাতালের নিয়মিত ডাক্তার মানসুরুর রহমান জানান,রোগী কে আমরা পরিক্ষা নিরীক্ষা করে দেখে নিশ্চিত হই যে হাসপাতালে নিয়ে আসার আগেই রুগীর মৃত্যু হয়।
লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন ঘটনা নিশ্চিত করে বলেন, এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসেনি যদি অভিযোগ আসে তাহলে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।