বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
পি আর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে হাতিয়ায় ইসলামী আন্দোলনের সমাবেশ  হাতিয়ায় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান হাতিয়ায় রাতের অন্ধকারে প্রবাসীর বাড়ীতে হামলা ভাংচুর হাতিয়ায় মাসিক ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত উত্তর কাট্টলি ওয়ার্ড যুবদলের উদ্যোগে প্রতিষ্টা বার্ষিকী উদযাপন উত্তরায় মেট্রোপলিটন প্রেসক্লাব নার্সারির শেড উদ্বোধন  হাতিয়ায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৃথক দুই গ্রুপের ফ্রি মেডিক্যাল ক্যাম্প মো: লিয়াকত আলী চৌধুরী মাযুস ও মাসস এর প্রধান উপদেষ্টা নির্বাচিত সোনাকানিয়ার সাবেক যুবলীগ নেতার উপর দুর্বৃত্তের হামলা উত্তরায় মেট্রোপলিটন প্রেস- ক্লাবের মানব বন্ধন 

মাটিরাঙ্গায় নতুন কারিকুলাম ও শিক্ষার মানোন্নোয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫২৪ বার পঠিত
আপডেট : শনিবার, ১৫ জুলাই, ২০২৩, ৫:৫৩ অপরাহ্ণ

ছোটন চৌধুরী, মাটিরাঙ্গা প্রতিনিধি:খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সকল শিক্ষকদের সমন্বয়ে নতুন কারিকুলাম সম্পর্কে অহিতকরণ ও শিক্ষার মানোন্নোয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৫ জুলাই সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেমে’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন। মাটিরাঙ্গা উপজেলা বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এসোসিয়েশন অনুষ্ঠানটির আয়োজন করেন।

গোমতি বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সেলিম উল্যাহ।

বিশেষ অতিথি হিসেবে তবলছড়ি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো.সাইফুল ইসলাম, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সফর আলী মনির, তাইন্দং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম প্রমুখ বক্তব্য দেন।

খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কারিকুলাম বিশেষজ্ঞ মো. সফিকুল ইসলাম এবং মো. মনিরুল ইসলাম নতুন কারিকুলাম -২০২১ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং নতুন কারিকুলামে ষান্মাসিক মূল্যায়নের বিষয়ে শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের সমাধান দেন।

খাগড়াছড়ি জেলা শিক্ষা অফিসার এসএম মোসলেম উদ্দিন বলেন, শিক্ষা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। শিক্ষা হবে সর্বজনীন। শিক্ষা হবে সহজলভ্য, বিজ্ঞানভিত্তিক, যুক্তিনির্ভর। শিক্ষা মুখস্থ করার কোনো বিষয় নয়, শিক্ষা আত্মস্ত করার বিষয়। শিক্ষার্থীরা শিখবে আনন্দের সঙ্গে, উৎসাহ-উদ্দীপনা নিয়ে আগ্রহের সঙ্গে।

নতুন কারিকুলাম বাস্তবায়ন কষ্ট হলেও অসম্ভব নয় জানিয়ে তিনি আরো বলেন, শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে। নিজেদের অর্জিত জ্ঞানের পুরোটাই বিতরণ করতে হবে। শিক্ষাকে টাকা দিয়ে মূল্যায়ন করা যাবে না। শিক্ষকতা পেশা চাকরি মনে না করে সেবা মনে করে কাজ করতে হবে।

অনুষ্ঠানে, মাটিরাঙ্গা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ উপজেলার সকল সহকারি শিক্ষকগন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর