সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগের কাদরা ইউনিয়ন সহ বিভিন্নস্থানে গনসংযোগ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোরশেদ আলম।
শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত তিনি কাদরা ইউনিয়নের মতিমিয়ার হাট,চাঁদপুর, জামালপুর, নিজসেনবাগ,ঢালুয়া, নন্দীর পাড় সহ বিভিন্ন ওয়াডে ব্যাপক গনসংযোগ করেন।এ সময় তিনি মতিমিয়ার হাটে একটি পথসভা, চাঁদপুরে ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উদ্বোধন, জামালপুর ও নিজ সেনবাগে কয়েকটি পথসভায় অংশ নেন।পরে রাত ৯টার দিকে সেনবাগ পৌর শহরে মিছিল ও ব্যবসায়ী ও সর্বস্তরের জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। গনসংযোগ ও পথসভায় তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং আগামী নির্বাচনে নৌকার জন্য ভোট দেয়ার অনুরোধ করেন।
এ সময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ডমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন কানন, আওয়ামী লীগ নেতা আবু আব্বাস চৌধুরী,সেনবাগ কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস,এজে আর কুরিয়ার সার্ভিসের কর্ণধার শামছুদ্দিন রিয়াদ,টেক্স ওয়ান বিডি’র কর্ণধার খালেদ মোশাররফ জুয়েল,আওয়ামী লীগ নেতা জিএস আবদুল গণি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান পাটোয়ারী, কাদরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সফিকুজ্জামান সীমু, উপজেলা ছাত্রলীগ নেতা আবু শোয়েব সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ।
জনসংযোগ ও পথসভায় ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের শতাধিক মোটরসাইকেল বহর তার সাথে ছিলেন।