শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

নাটোরের লালপুরে আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩১২ বার পঠিত
আপডেট : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৪৮ পূর্বাহ্ণ

ফরহাদুজ্জামান,নাটোর প্রতিনিধি:নাটোরের লালপুরে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গনিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন । পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন লালপুর থানার ওসি উজ্জল হোসেন। রোববার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওসমান গনি উপজেলার একই গ্রামের বাসিন্দা ও সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামি।

পুলিশ ও ¯স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গনির সঙ্গে সাবেক ইউপি সদস্য রেজাউলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধে ওসমান গনির বাড়িতে এসে তার বাবা ও ভাই সহ পরিবারের কয়েকজন সদস্যকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। পরে এ ঘটনার জেরে সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে কুপিয়ে হত্যা করে। পূর্ব বিরোধের জেরে ওসমান গনিকে হত্যা করা হতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে।

এ বিষয়ে লালপুর থানার ওসি ওসি মো. উজ্জল হোসেন জানান, কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামি ছিলেন আব্দুর রাজ্জাক।এই বেরাধের জের ধওে ওসমান গণি খুন হয়ে থাকতে পারেন। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।

মরদেহ উদ্ধার কওে লাশ ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। তবে এখনো কোন মামলা হয়নি ।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর