স্পোর্টস ডেস্কঃ সফল ভাবে সম্পন্ন হলো ধ্রুবতারা মানবিক সংগঠন এর আয়োজনে ইন্টার ফুটবল কার্ণিভাল ২০২৩।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ধ্রুবতারা টাইটেন্স।রানার্স-আপ হয় ধ্রুবতারা সোলজারস।তৃতীয় স্থান হয় ধ্রুবতারা ডেভিলস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আনিসুজ্জামান পাটোয়ারী টুটুল। প্রধান বক্তা হিসেবে ছিলেন মেসার্স ইউসুফ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো:ইউসুফ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো:জাবেদ,মো:নাসের আহমেদ,মো:জুয়েল সহ অতিথবৃন্দ।
টুর্নামেন্ট শেষে সকল সদস্য দের মাঝে সমাজ সেবায় অবদান এর জন্য সকল সদস্য কে সম্মাননা স্নারক প্রদান করা হয়।