শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

নানিয়ারচরে চেঙ্গি নদীতে নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৭১ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৪০ পূর্বাহ্ণ

তুফান চাকমা, নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধিঃ রাঙামাটির নানিয়ারচরে চেঙ্গি নদীতে ডুবে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মৃত ব্যক্তির নাম দীপু চাকমা (২২)। সে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের গোলসাছড়ি গ্রামের শান্তিলাল চাকমার ছেলে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে চেঙ্গি নদী থেকে নিখোঁজ হওয়া ১২ ঘন্টার পরে দীপু চাকমার লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রাত ১০ টায় দীপু চাকমা মদ্যপান অবস্থায় নানিয়ারচর বাজার থেকে নৌকা যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু সারারাত বাড়িতে না পৌছালে পরিবারের লোকদের সন্দেহ হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস কে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল আসে। পরে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে সকাল সাড়ে ৯টায়‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ লাশটি উদ্ধার করতে সক্ষম হয় তারা।

এঘটনার সত্যতা নিশ্চিত করে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, অনেক খোঁজাখুজির পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আমরা দীপু চাকমা (২২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর