শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:১২ অপরাহ্ন

খাগড়াছড়ির মহালছড়িতে ২৫ কোটি টাকার উন্নয়ন কাজ উদ্বোধন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৫১ বার পঠিত
আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ১:১৪ পূর্বাহ্ণ

মো. শাহজাহান :খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ২৫ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে প্রতিমন্ত্রী পদ-মর্যাদার শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কাজের উদ্বোধন করেন।

উদ্বোধন করা প্রকল্পের মধ্যে চেঙ্গি নদীর ওপর নির্মিত ৯৬ ফুট দীর্ঘ গার্ডার ব্রীজ, মহালছড়ি সরকারি কলেজ’র চারতলা আইসিটি ভবন, সাত (৭) কিলোমিটার দীর্ঘ দুটিপাকা সড়ক রয়েছে।

উদ্বোধন শেষে দুপুরে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মহালছড়ি উপজেলা আওয়া লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

সমাবেশে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, দেশের মানুষ সরকার প্রধান শেখ হাসিনার উন্নত বাংলাদেশের স্বপ্নে এগিয়ে যাচ্ছে। আর বিএনপি-জামাত নির্বাচনকে বানচাল করার জন্য আন্দোলনের নামে মানুষের জান-মাল ক্ষতি করার অপচেষ্টা চালাচ্ছে।

বিএনপি-জামাত দেশের মানুষের ওপর আস্থা হারিয়ে এখন বিদেশিদের হস্থক্ষেপ চেয়ে দেশের সার্বভৌমত্ব বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। তাই স্বাধীনতা বিরোধী এই অপশক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে সাথে নিয়ে নতুন প্রজন্মকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার শীল।

সমাবেশে অন্যান্যদের মধ্যে এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া ও মংক্যচিং চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জব্বার ও এ্যাডভোকেট আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো. কাশেম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ’র সাবেক কমান্ডার রইস উদ্দিন, মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন মোরশেদ খান, জেলা আওয়ামী লীগ’র যুব ও ক্রীড়া সম্পাদক জুয়েল চাকমা, আওয়ামী লীগ’র মহিলা বিষয়ক সম্পাদক শতরুপা চাকমা, জেলা মহিলা আওয়ামী লীগ’র সা. সম্পাদক শাহিনা আকতার, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ’র সাবেক সভাপতি নিলোৎপল খীসা, পানছড়ি উপজেলা আওয়ামী লীগ’ সা. সম্পাদক বিজয় কুমার দেব বক্তব্য রাখেন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর