মো. শাহজাহান :খাগড়াছড়ির পানছড়িতে পুলিশ অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় সিগারেটসহ প্রিয়তম দেওয়ান (২৯) নামে এক চোরাকারবারিকে আটক করেছে।
আটক প্রিয়তম দেওয়ান খাগড়াছড়ি সদর উপজেলার ভাই-বোন ছড়া এলাকার রণধীর দেওয়ানের ছেলে।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি লোগাং সিমান্ত সড়কের উপজেলা মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানে অবৈধ ভারতীয় ১২শত প্যাকেট সুপার স্মাইল মন্ড সিগারেট, একটি ব্যাটারি চালিত টমটম আটক করা হয়েছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অনিক কুমার দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।