শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:১০ অপরাহ্ন

মাটিরাঙ্গায় অবৈধ পথে আনা ভারতীয় ঔষধ ও কসমেটিকস উদ্ধার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৫৯ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ২:১২ অপরাহ্ণ

ছোটন চৌধুরী, মাটিরাঙ্গা প্রতিনিধি:মাটিরাঙ্গায় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আনা ভারতীয় ওষুধ ও কসমেটিক জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকারও বেশি।

বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে মাটিরাঙ্গা পৌরসভাধীন পলাশপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়।

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, অবৈধ পথে ভারতীয় বিভিন্ন পণ্য সামগ্রী মাটিরাঙ্গায় প্রবেশ করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা সেনা জোনের ওয়ারেন্ট কর্মকর্তা মো. শেখ দিদারুল আলমের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মাটিরাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড পলাশপুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ওষুধ এবং কসমেটিকস উদ্ধার করা হয়। জব্দ ভারতীয় ওষুধ ও কসমেটিকস মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য অবৈধ পথে আসা বন্ধে কাজ করছে সেনাবাহিনী। আগামীতেও অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর