শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন

নানিয়ারচরে বন্যা কবলিত অসহায়দের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৫৭ বার পঠিত
আপডেট : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৮:১৯ অপরাহ্ণ

তুফান চাকমা, নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটির নানিয়ারচর জোনের আওতাধীন বুড়িঘাট আর্মি ক্যাম্প কর্তৃক বন্যা কবলিত অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে নানিয়ারচর জোন এর সার্বিক তত্ত্বাবধানে ”সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প” এর আওতায় অত্র জোনের আওতাধীন বুড়িঘাট আর্মি ক্যাম্প এর ফরেষ্ট টিলা, গর্জনতলি এবং আমতলি এলাকায় চলমান বর্ষা মৌসুমে বন্যা কবলিত অসহায় হতদরিদ্র ২৫টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন, বুড়িঘাট আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আসিফুর রহমান।

সেনাবাহিনী সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন প্রায়শই জোনের দায়িত্বপূর্ণ এলাকার দরিদ্র জনগণের মাঝে ত্রাণ বিতরণসহ বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এমন জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর