মো. শাহজাহান : খাগড়াছড়িতে ষ্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগং হিল ট্রাক্টস (এস আইডি সিএইচটি ) শীর্ষক প্রকল্পের আওতায় কৃষক ও বিভিন্ন কৃষক সমিতির মাঝে ৪ কোটি টাকার আধুনিক কৃষি যন্ত্রপাতি ও বিভিন্ন সামাজিক সংগঠনও উদ্যোক্তাদের মাঝে দেড় কোটি টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
রোববার দুপুরে খাগড়াছড়ি জেলা পরিষদ প্রাঙ্গনে এসব কৃষি যন্ত্রপাতি ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি যন্ত্রপাতি ও চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষনতায় শান্তিচুক্তি সম্পাদনের মধ্য দিয়ে পাহাড়ে ২৪ বছরের সমস্যার সমাধান হয়েছে। এক সময় পার্বত্য চট্টগ্রামে সন্দেহ ও অবিশ্বাস ছিল। কথা বলার সুযোগ ছিল না। চুক্তির পর পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের জোয়ার বইছে।আজ যারা মানবতার কথা বলছে, মহান স্বাধীনতার যুদ্ধে তাদের কি ভূমি ছিল প্রশ্ন রাখেন তিনি।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহতাশিম হায়দার চৌধুরী, ডিজিএফআইয়ের ডেট কমান্ডার এএস এম বদিউল আলম, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর, সার্কেল চীফ সাচিং প্রু চৌধুরী।
এ সময় ৩৯১ ব্যাক্তি ও প্রতিষ্ঠানের মাঝে প্রাণী সম্পদ, মৎস্য, মিশ্র ফল চাষাবাদ, তথ্য প্রযুক্তি উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচীর আওতায় এক কোটি টাকা ও আপদকালীন ত্রাণ হিসেবে ১৪৬ জনকে ৫৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।