শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন

লংগদুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সুফলভোগীদের মিলন মেলা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৯৩ বার পঠিত
আপডেট : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ১২:৪৯ অপরাহ্ণ

বিপ্লব ইসলাম,লংগদু উপজেলা প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদু উপজেলায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও আশ্রয়ণ প্রকল্পের সুফলভোগীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ অক্টোবর) বেলা ৩টায় উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উক্ত মিলন মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাংবাদিক আরমান খান ও ভাইবোন ছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মান্টি চাকমার যৌথ সঞ্চালনায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,২৯৯ আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল হিমেল মিয়া পিএসসি,
উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন,উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু সহ অন্যান্যরা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি বলেন, শেখ হাসিনা সরকারের প্রধান উদ্দেশ্যে হলো সাধারন মানুষের মঙ্গল করা,যাতে করে সাধারন মানুষ শান্তিতে বসবাস করতে পারে সে চিন্তা করেই সাধারন মানুষের জীবন মান উন্নয়নের লক্ষেই কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি বলেন হিসেব অনুযায়ী শুধু লংগদু উপজেলাতে ৪৪ হাজার সরকারী উপকার ভোগী রয়েছে, তারা সবাই যদি চায় লংগদু উপজেলাতেই সবাই একটি করে ভোট দিলে ৪৪হাজার ভোট দিতে পারে, এ সরকার পুনরায় ক্ষমতায় আসলে উপকার ভোগীর সংখ্যা আরো বাড়বে।তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অবশ্যই আওয়ামীলীগ সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে।

এ সময় লংগদু উপজেলায় জেলা পরিষদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও আশ্রয়ণ প্রকল্পের সুফলভোগীদের মিলনমেলা অনুষ্ঠানের প্রাক্কালে মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১৫ জন নিবন্ধিত দরিদ্র জেলেদের মাঝে বিকল্প আয়বর্ধক কার্যক্রমের উপকরণ হিসেবে ছাগল ও খাঁচায় মাছ চাষের উপকরণ বিতরণ করা হয়।

এ ছাড়াও নতুন করে আরো অনেকের হাতে বিভিন্ন ভাতার কার্ড, নগদ অর্থ ও ব্যাংকের চেক প্রদান করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর