সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর সেনবাগ উপজেলা শিক্ষক- কর্মচারী ক্রেডিট ইউনিয়নের ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে সমিতির চেয়ারম্যান দিলিপ কুমার ভৌমিকের সভাপতিত্বে ও ট্রেজারার নূর হোসাইন সুমনের সঞ্চালনায় উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল।
প্রধান আলোচক ছিলেন কাল্ব আঞ্চলিক পরিচালক আশিষ কুমার দাস।
বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা সমবায় কর্মকর্তা অরুন কুমার মজুমদার, কালব নোয়াখালীর পোগ্রাম অফিসার মিজানুর রহমান, সমিতির সাধারণ সম্পাদক লায়লা আঞ্জুমান আরা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাহাব উদ্দিন ভূঁইয়া, পরিচালক ফখরুদ্দিন মোবারক শাহ রিপন, পরিচালক আসমাউল হুসনা,কাবিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল আনোয়ার কামরুল,উত্তর অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রোকেয়া বেগম।
সভার শুরুতে বিগত সভার কার্যবিবরণী পাঠান্তে অনুমোদন করা হয় এবং ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট উপস্থাপন করা হয়।
সভায় অতিথি বৃন্দ সদস্যদের ভবিষ্যৎ নিরাপত্তায় সঞ্চয় বাড়ানোর তাগিদ দেম এবং ঋণ গ্রহিতাদের নিয়মিত কিস্তি পরিশোধের অনুরোধ জানান।
এ সময় সমিতির সদস্য বিভিন্ন উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক -কর্মচারি বৃন্দ উপস্থিত ছিলেন।
পরে অতিথি বৃন্দ সেরা ঋণ কিস্তি পরিশোধ কারী,সেরা সঞ্চয় কারী ও র্যাফেল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।