বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:২২ অপরাহ্ন

মিরসরাইয়ে প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস- ২০২৩ পালিত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৯৮ বার পঠিত
আপডেট : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৪:৩৬ অপরাহ্ণ

কামরুল হাসানঃ-চট্টগ্রামের মিরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান বিজয় দিবস-২০২৩ । শনিবার সকাল ৮ টায় মিরসরাই উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে উপজেলা স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ প্রদর্শন করে।

বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহনকারী দলের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ মনিরুল ইসলাম।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলার ভাইস চেয়ারম্যান এমএ আলাউদ্দিন, মিরসরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান, মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হুমায়ুন কবির সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে মিরসরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউনোও) মাহফুজা জেরিন সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্নরণ করে বলেন, ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস, সবাইকে মিরসরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে ২ লক্ষাধিক মা-বোনের সম্ভ্রম ও ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা।

বঙ্গবন্ধুর রেখে যাওয়া সোনার বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এক সাথে কাজ করে যাওয়ার আহবান জানান তিনি।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর