তুফান চাকমা, নানিয়ারচর উপজেলা প্রতিনিধিঃ- মহান বিজয় দিবস-২৩ উদযাপন উপলক্ষে রাঙামাটির নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ই ডিসেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার এর সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক মৃধার সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনসার আলী, বাবুল কর্মকার, ধর্মেশ খীসা, যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড. দর্শন চাকমা ঝন্টু, সাংগঠনিক সম্পাদক, জনতা শেখর চাকমা, ঝিল্লোর মজুমদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পলেন তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি প্রিয়তোষ দত্ত, ছাত্রলীগের সভাপতি আকাশ কর্মকার সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির নেতৃবৃন্ধ।