ক্রীড়া ডেস্ক:১৮ ডিসেম্বর চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা দাবা কমিটির আয়োজনে চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়াশীপ ২০২৩-২৪ উদ্বোধন করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক, এশিয়ান জোনাল ৩.২ এর সভাপতি ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দীন শামীম।
উভয় বিভাগের চ্যাম্পিয়ানদ্বয় আসন্ন জাতীয় দাবা চ্যাম্পিয়ানশীপে চট্টগ্রাম জেলার পক্ষে অংশ গ্রহন করবে. বালক বিভাগে বাছাইকৃত ৮জন ও বালিকা বিভাগে বাছাইকৃত ৮ জন দাবাড়ু রাউন্ড রবীনলীগ পদ্ধতি অংশ গ্রহন করছে।
টুর্নামেন্টে অর্গানাইজার হিসেবে মহিলা ফিদে মাষ্টার তনিমা পারভীন, চীফ আরবিটার হিসেবে ফিদে আরবিটার প্রকৌশলী এস এম তারেক, ডেপুটি চীফ আরবিটার হিসেবে নুরুল আমিন, আরবিটার হিসেবে আসিফ মাহমুদ ।.প্রথম রাউন্ডে খেলা ১০.৩০ মিনিটে শুরু হয়েছে এবং ২য় রাউন্ডে খেলা বিকাল ৩টায় শুরু ।