নিজস্ব প্রতিনিধি ঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী-৬ হাতিয়া উপজেলার তমরোদ্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নৌকা প্রতীকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। একই প্রতীকের সমর্থনে সোনাদিয়া ইউনিয়নের সেকুমার্কেটে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫ টায় উপজেলার তমরোদ্দি ইউনিয়নের কালাম মাস্টারের বাড়িতে নৌকা প্রতীকের সমর্থনে উঠান বৈঠকের সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন বাবু। এতে বক্তব্য দেন, তমরোদ্দি ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ উদ্দিন, সাবেক চেয়ারম্যান ফররুখ আহমদ, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মিরাজ সর্দার এবং কাশেম মেম্বার সহ অন্যান্যরা।
প্রায় তিন সহস্রাধিক নারীপুরুষের উপস্থিতিতে বক্তারা গ্রামীণ সড়কের উন্নয়ন এবং পানীয়জলের সমস্যা সমাধানসহ বিভিন্ন দিক স্মরণ করে দিয়ে আ’লীগের প্রার্থী মোহাম্মদ আলীর পক্ষে ভোট প্রদানে ভোটারদের প্রতি আহবান জানান।
এছাড়াও, সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার সোনাদিয়া ইউনিয়নের সেকুমার্কেটে নৌকা প্রতীকের সমর্থনে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোনাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আফসার রাহাদ এর নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে কয়েক হাজার কর্মী সমর্থক স্বতস্ফুর্ত ভাবে অংশ নেয়। পরে পথসভায় সাবেক চেয়ারম্যান ইয়াছিন আরাফাতও বক্তৃতা করেন।
এলাকার সার্বিক উন্নয়নের দিক তুলে ধরে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলীর পক্ষে ভোট চান বক্তারা।