খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ইমাম হোসেন (৪৭) নামে এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২ জানুয়ারী) দুপুর ১২ টার দিকে উপজেলার যোগ্যাছোলা ইউপি’র সাপমারা এলাকায় অভিযান চলায় ভ্রাম্যমাণ আদালত।
মানিকছড়ি উপজেলার সহকারী কমিশনার( ভূমি) শাহীনা নাছরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে অভিযুক্ত ইমান হোসেন’কে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ৬(খ) ধারা অপরাধে ৮০হাজার টাকা অর্থদণ্ড দিয়ে তা আদায় করা হয়।