বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:০৯ অপরাহ্ন

লংগদুতে বন্যহাতির আক্রমণে ৬৩ বছরের বৃদ্ধার মৃত্যু

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২২৮ বার পঠিত
আপডেট : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪, ১:২২ পূর্বাহ্ণ

বিপ্লব ইসলাম,লংগদু উপজেলা প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার দুর্গম লংগদু উপজেলার ভাসান্যাদম,বগাচতর, গুলশাখালী এই তিনটি ইউনিয়নের সাধারণের মানুষের প্রতিনিয়ত বন্যহাতির সাথে যুদ্ধ করে বাঁচতে হচ্ছে প্রতিনিয়ত।

এই মানুষ হাতির দ্বন্ধে প্রায় প্রতি বছরই কাউকে না কাউকে বন্যহাতির আক্রমণে প্রাণ হারাতে হচ্ছে। আজও ভসান্যাদম ইউপির ৬নং ওয়ার্ডের মাহি তারা বেগম (৬৩) নামে এক বৃদ্ধা হাতির আক্রমণে প্রাণ হারায়।

সোমবার (০৮ জানুয়ারি ২০২৪) বিকাল আনুমানিক ৪ ঘটিকার সময় ভাসান্যাদম ইউনিয়নের আমতলীপাড়া এলাকায় গরু আনতে গেলে হাতির আক্রমণের শিকার হয়ে মৃত্যু বরণ করেন মাহি তারা বেগম।

স্থানীয়রা ও ভাসান্যাদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী জানান, মাহিতারা বেগম ভাসান্যাদম ইউনিয়নের মো: আইচ্ছা মিয়ার স্ত্রী। তিনি জানান প্রতিদিনের মত আজকেও বাড়ি থেকে কিছুটা দুর থেকে নিজেদের গৃহপালিত গরু আনতে যায়। এসময় পথীমধ্যে হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মাহিতারা বেগম।

লংগদু থানার অফিসার ইনচার্জ হারুনর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাসান্যাদম এলাকায় বন্যহাতির আক্রমণে একজন বৃদ্ধার মৃত্যুর খবর পেয়েছি। ঘটনা স্থলে আমাদের পুলিশ গিয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষ বিস্তারিত জনানো হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর