বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

খাগড়াছড়িতে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে” অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৭৭ বার পঠিত
আপডেট : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি প্রতিনিধি:  খাগড়াছড়িতে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যম ও সুশীল সমাজের ভূমিকা, সুশাসন প্রতিষ্ঠা” বিষয়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর।

সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, সাধারণ সম্পাদক আবু তাহের মোহাম্মদ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ জেলায় কর্মরত সকল সরকারি দফতরের কর্মকর্তা এবং সাংবাদিক অংশ নেন।

মতবিনিময় সভায় বক্তারা খাগড়াছড়ি জেলাকে “স্মার্ট জেলায়” রূপান্তর করতে এ জেলার বাসিন্দাদের আধুনিক প্রযুক্তির সাথে সম্পৃক্ত করতে বিভিন্ন ধরনের সুপারিশ প্রস্তাবনা দেন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর