মো. শাহজাহান : খাগড়াছড়ি পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মরক্ষার জন্য কারাতে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে রবিবার (১১ফেব্রুয়ারি) বিকেলে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর।
উদ্বোধন অনুষ্ঠানে খাগড়াছড়ি পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদন্নোতি) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় কারাতে ফেডারেশনের সদস্য ও প্রশিক্ষক আজহার হীরার তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সুপার মুক্তা ধর বলেন, আত্মরক্ষার কৌশল সকলের জেনে রাখা দরকার। ইদানিং বিভিন্ন জায়গায় বিশেষ করে বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীরা ইভটিজিং এর স্বীকার হোন। আত্মরক্ষার কৌশল জানা থাকলে যে কোনো পরিস্থিতিতে নিজেকে রক্ষা করা সম্ভব হবে। মেয়ে শিক্ষার্থীদের পাশাপাশি ছেলে শিক্ষার্থীদেরও কারাতে প্রশিক্ষণ করানো হবে।