মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন

লামা বাজারে ভয়াবহ আগুন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৮০ বার পঠিত
আপডেট : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪, ৩:১৮ পূর্বাহ্ণ

কে এইচ মহসিন,লামা (বান্দরবান)ঃ-বান্দরবানের লামা বাজারের মাতামুহুরী নদীর ঘাট সংলগ্ন চারু বালার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই আগুন মুহুর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের ভবন সহ ৭/৮ টি দোকান জ্বলতে থাকে দাউ দাউ করে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

৯ মার্চ (মঙ্গলবার) ইফতারের পর পরেই এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লামা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শাখাওয়াত হোসেন।

তিনি জানান, সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে আমরা অগ্নিকান্ডের খবর পাই। ঘটনাস্থলে আমাদের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তৎক্ষানিকভাবে আগুনে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমান এবং আগুন লাগার কারণ জানার চেষ্টা করছে ফায়ার সার্ভিস। আগুনের সূত্রপাত নির্ণয় করা যায়নি,তবে ধারনা করা হচ্ছে বিদ্যূৎতের শর্ট সার্কিট থেকে ধরতে পারে। ক্ষয়-ক্ষতির পরিমান জানা যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন,লামা উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর