সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন

খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী আলোচনা সভা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৫৪ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৮:৪৯ অপরাহ্ণ

খাগড়াছড়ি  প্রতিনিধি :নেশা ছেড়ে কলম ধরি,মাদকমুক্ত দেশ গড়ি এ শ্লোগানে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে মাদকের বিরুদ্ধে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (০৭ মে) মঙ্গলবার  সকাল ১০টায় খাগড়াছড়ি  সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর খাগড়াছড়ি জেলা কার্যালয় এ অনুষ্ঠানের  আয়োজন করে।

অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি  ছিলেন অতিরিক্ত  জেলা প্রশাসক রোমানা আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি  সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোসলেম উদ্দিন,খাগড়াছড়ি  প্রেসক্লাবের  সভাপতি  চৌধুরী আতাউর  রহমান,বিদ্যালয়ের শিক্ষক সুমেদ চাকমাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে মাদকের কুফল তুলে ধরে ছাত্র -ছাত্রীদের মাদক থেকে দুরে থাকার আহবান জানান বক্তারা। মাদক’কে না বলা এবং মাদক বিরোধী মনোভাব তৈরি করতে ছাত্রছাত্রীদের শপথ পাঠ করান অতিরিক্ত জেলা প্রশাসক রোমানা আক্তার।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর