মোঃ রাজিব শিকদার (বিশেষ প্রতিনিধি)ঃনিখোঁজ হওয়া দুই ছেলের,পিতা: মোঃ রফিকুল ইসলাম, পিতা:ফজলে রহমান,মাতা: রেজিয়া খাতুন, জাতীয় পরিচয়পত্র নং:৭৭৫৬৪৩৩১৬০
১৫ই মার্চ রোজ শুক্রবার সকাল ১০:৩০ ঘটিকায় কোনাবাড়ি থানাধীন ১১নংওয়ার্ড, খোলাপাড়া এলাকার বাবুর্চির মোড় এ ঘটনাটি ঘটে থাকে।
তার দুই ছেলে।১ম ছেলে- মোঃ রাকিব হোসেন ,(১৫) পিতা: রফিকুল ইসলাম, মাতা:আমেনা,ছেলেটি মানসিক ভাবে অসুস্থ ছিলো।
শারীরিক গঠন: চোখ কালোমনি, মুখের আকৃতি স্বাভাবিক, চামড়ার রং কালো,মাপ-৪.০০ফিট১০.০০ইন্চি, জন্ম চিহ্ন তিল, চুল খাটো, কান লম্বা, দাঁত তাঙ্গা,নাক চ্যাপটা, কপাল প্রশস্ত, ওজন ২৮কেজি, কথা কমবলে লাজুক প্রকৃতির।
পোশাক পরিচিত:পরনে-নীল রং এর গেন্জি, কোমরে গ্ৰে রং এর থ্রি কোয়ার্টার,পায়ে কালো সেন্ডেল, গলায় তাবিজ ঝুলানো ছিলো।
ঘটনার বিবরণ: নিখোঁজ ব্যক্তি বাবুর্চির মোড়ে নিজের অজান্তেই হারিয়ে যায়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি র পর কোনো সন্ধান পাওয়া যায়নি, এখনো অব্যাহত আছে। তার পিতা মোঃ রফিকুল ইসলাম ভবিষ্যতের জন্য কোনাবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরী করিয়া রাখেন।
যাহার-জিডি নং:৮৬১ তারিখ:১৯/০৩/২০২৪।
ঠিক তার কিছুদিন পরই ০২/০৪/২০২৪ইং রোজ মঙগলবার ,একই জায়গা থেকে তার ছোট ছেলে নিখোঁজ,
২য় ছেলে:সাকিব হোসেন (১২),এ ছেলেটি ছিল সুস্থ। তারও কোনো খোঁজ মেলেনি। নিখোঁজ হওয়া ব্যক্তিরা অত্রএলাকার মোঃ আফছোন হোসেনের বাসার ভাড়াটিয়া।
ঘটনাটি এলাকার জনগণ ও সম্মানিত কাউন্সিলর বাবু সনজিত সরকার (১১নং ওয়ার্ড, গাজীপুর মহানগর)কে জানানো হয়।
এলাকাবাসীর অভিযোগ একই বাসার একই পরিবারের দুই সন্তান কীভাবে নিখোঁজ?তারা আরো জানান ১ম সন্তান না হয় মানসিক রোগী।কিন্তু বড় সন্তান সুস্থ থাকার পরও কীভাবে হারায়।
এ ব্যাপারে বাংলাদেশের সকল শ্রেণীর আইন ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী।
খোঁজ মিললে – যোগাযোগ -01911705899
01611667699