নিজস্ব প্রতিনিধিঃরাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর আশুলিয়া মহাসড়কের পাশে সুজ গেইট কামারপাড়া সড়কে একটি গরু ছাগলের হাট করার জন্য বাঁশ খুঁটি নির্মাণ কাজ করার তথ্য পেয়ে হাটের বিরুদ্ধে হাট বন্ধ করার জন্য বিশাল মানববন্ধন করা হয়েছে খালপাড় ব্রিজে।
মানববন্ধনে তুরাগ থানা আওয়ামী লীগের নেতা হাজী মোঃ কফিল উদ্দিন বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন মহাসড়কে কোরবানি উপলক্ষে গরু-ছাগলের হাট চলবে না কিন্তু কিছু দিন ধরে তাঁদের প্রতি অসম্মান জানিয়ে একটি সিন্ডিকেট চক্র আশুলিয়া মহাসড়কের পাশে সুইজ গেইট কামারপাড়া মহাসড়কের পাশে অবৈধভাবে গরু- ছাগলের হাট বসানোর পায়তারা করছে বাঁশ খুঁটি নির্মাণ কাজ করছে। কোরবানির গরু ছাগলের হাটের কারনে খুন-খারাবির আশংকা হয়েছে, খুন-খারাবি করার জন্য অশান্তি সৃষ্টি করতেই অবৈধভাবে গরু- ছাগলের হাট করার জন্য বাঁশ খুঁটি নির্মাণ করা হচ্ছে।
অবৈধভাবে গরু- ছাগলের হাট বলে স্লোগান দিতে দেখা যায় মানববন্ধনে। কোরবানির উপলক্ষে গরু-ছাগলের হাটের টেন্ডার হয়নি ( রবিবার টেন্ডার হওয়ার কথা শুনছি বলেন)। হাজী মোঃ কফিল উদ্দিন আরো বলেন তুরাগ ও উত্তরার আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিবছরের মতো এবার ও কোরবানির গরু- ছাগলের হাট হচ্ছে ডিয়াবাড়ী মেট্রোরেল প্রকল্পের পাশে। সরকারি নিয়ম নিতি মেনেই।
হাজী মোঃ নুর হোসেন বলেন উত্তরায় একটি গরু- ছাগলের হাট প্রতি বছর হচ্ছে এবার ও একটি হাটের ইজারা টেন্ডার ঘোষণা করা হয়। সর্বোচ্চ দরে হাজী মোঃ কফিল উদ্দিন নিয়েছেন হাটের নির্মাণ কাজ শেষ পর্যায়ে প্রস্তুত হচ্ছে, এরি মধ্যে আরেকটি হাট বসানোর পায়তারা করছে যদিও হাটের ইজারা টেন্ডার ঘোষণা হয় নি এখনো। সাংবাদিকদের প্রশ্নে কারা করছে সেই নামগুলো প্রকাশ করেনি। মানববন্ধনে আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।