স্পোর্টস ডেস্ক : ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার আগে সহজ ম্যাচ কঠিন করে জিতলো পাকিস্তান। অল্প রানের লক্ষ্য পেয়েও ব্যাটিংয়ে নড়বড়ে অবস্থা হয়েছিল তাদের।
আর হারলেও অল্প পুঁজি নিয়ে বাবরদের ঘাম ঝড়িয়ে ছেড়েছে আয়ারল্যান্ড।
ফ্লোরিডায় আজ গ্রুপ বি-এর শেষ ম্যাচে মাত্র ১০৭ রানের লক্ষ্য দিয়েছিল আইরিশরা।
সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে এক পর্যায়ে হারতেই বসেছিল পাকিস্তান। তবে হাল ধরেন বাবর আজম।
কিন্তু এই ম্যাচেও ওয়ানডের গতিতে রান করেছেন তিনি। দলের মূল ব্যাটার অপরাজিত থাকলেও দুই ছক্কায় ম্যাচটা বের করে নেন শাহিন আফ্রিদি।