বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন

“পা পিছলে পড়ে” খৈয়াছড়া ঝর্ণায় পর্যটক আহত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১২৩ বার পঠিত
আপডেট : শুক্রবার, ২১ জুন, ২০২৪, ৮:৩৮ অপরাহ্ণ

কামরুল হাসানঃ-চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া ঝরনা থেকে পড়ে মো. রাশেদুল ইসলাম (২৫) নামে এক পর্যটক আহত হয়েছেন।

শুক্রবার (২১ জুন) দুপুরে খৈয়াছড়া ঝরনা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা আহত পর্যটককে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করিয়েছে। আহত রাশেদুল ইসলাম ঢাকার দক্ষিণ সিটির মহসিন মিয়ার ছেলে।

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, শুক্রবার দুপুরে খৈয়াছড়া ঝরনায় পা পিছলে গুরুতর আহত হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে মিরসরাই পৌর সদরের সেবা আধুনিক হাসপাতালে ভর্তি করিয়েছি।

মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজিব হোসেন বলেন, রাশেদুল ইসলাম নামে এক পর্যটক হাসপাতালে ভর্তি আছেন। তার ডান পায়ের গোড়ালি ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় স্থানান্তর করা

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর