শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:২২ অপরাহ্ন

হাতিয়ায় পেইড ভলান্টিয়ারদের চাকুরি পূণঃবহালের দাবিতে মানববন্ধন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১১৬ বার পঠিত
আপডেট : রবিবার, ৩০ জুন, ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ণ

ছায়েদ আহমেদ হাতিয়া (নোয়াখালী) : হাতিয়ায় পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু প্রজনন স্বাস্থ্য সেবায় নিয়োজিত পেইড ভলান্টিয়ার কর্মীদের হঠাৎ চাকরিচ্যূত করায় তাদেরকে পূনঃবহালের দাবিতে মানববন্ধন করেছে পিপিভি কর্মীরা।

শনিবার (২৯ জুন) বেলা ১১টায় নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন পিপিভি কর্মী খালেদা আকতার, শিল্পী বনিক, রিক্তা ও আইরিন সহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৬ সালের ২৩ মার্চ থেকে তারা পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু প্রজনন স্বাস্থ্য সেবা দিয়ে আসছেন। প্রান্তিক পর্যায়ে তাদের এই পেইড ভলান্টিয়ার সেবা কার্যক্রম উপকারভোগীদের মাঝে অত্যন্ত ফলপ্রসু সেবা হিসেবে স্বীকৃতি পায়। হঠাৎ গত ২৩ জুন তাদের প্রকল্পের অর্থ সংকট দেখিয়ে অধিদপ্তর থেকে একটি চিঠি স্থানীয় পরিবার পরিকল্পনা অফিসে পাঠানো হয়েছে। যা আবার পেইড ভলান্টিয়ার কর্মীদের মোবাইল ম্যাসেজে দেয়া হয়েছে। এতে কর্মীদের মাঝে কর্মহীন হওয়ার এক অজানা উদ্বেগ ও হতাশা সৃষ্টি করে। বর্তমানে হাতিয়ায় প্রান্তিক পর্যায়ে একশত ৩৯ জন পেইড ভলান্টিয়ার এ সেবা দিয়ে আসছিল। অধিদপ্তর থেকে এহেন অপ্রত্যাশিত ঘোষণায় চাকরি হারানো কর্মীরা তাদের জীবন জীবিকার স্বার্থে উক্ত চাকরি ফেরত পেতে মানববন্ধনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানান।

জানা যায়, প্রকল্প কর্তৃপক্ষ সুকৌশলে পেইড ভলান্টিয়ার কর্মীদের দ্বারা চলতি মাসে দুইটি ক্যাম্প করে জুলাই মাসের কাজও শেষ করে নেয়। আর হঠাৎ করে ঘোষণা আসে অর্থ সংকটের ফলে প্রকল্প বন্ধ। এতে মাঠ পর্যায়ে অসংখ্য সেবা কার্যক্রম বাঁধার মুখে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর