নিজস্ব প্রতিনিধি :সেনবাগের ৯ টি ইউনিয়নের আহবায়ক, যুগ্ন আহবায়ক হতে চেয়ে ২৬০ জনের সিভি জমাদান।
সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে ৯টি ইউনিয়নে যুবলীগের আহবায়ক, যুগ্ন আহবায়ক হতে চেয়ে ২৬০ জন প্রার্থী জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন।
শনিবার বিকেলে উপজেলা যুবলীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপজেলা যুবলীগের আহবায়ক সাইফুল ইসলাম বাবু এ তথ্য জানান।
জনাব বাবু তার বক্তব্যে জানান দীর্ঘদিন ঝিমিয়ে থাকা যুবলীগ কে গতিশীল করতে ইউনিয়ন কমিটি করার লক্ষে আহবায়ক কমিটি গঠনের জন্য আগ্রহী প্রার্থীদের সিভি জমা দেয়ার আহবান জানানো হয়,গত ৩ দিনে উৎসব মুখর পরিবেশে ঢাক ঢোল পিটিয়ে ২৬০ প্রার্থী তাদের জীবন বৃত্তান্ত জমা দেন।
তিনি জানান অত্যন্ত নিরপেক্ষ ও যাচাই বাচাই করে সৎ, গ্রহণযোগ্য, মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত কমিটি দেয়া হবে এবং দ্রুততম সময়ে ইউনিয়ন কমিটি ও সম্মেলনের মাধ্যমে উপজেলা যুবলীগের কমিটি করা হবে।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক গিয়াস উদ্দিন জীবন চৌধুরী, মোহাম্মদ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সদস্য ফিরোজ আলম রিগান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাদরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ভূঁইয়া, অর্জুনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন,উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বি আর ডিবির চেয়ারম্যান আতিকুর রহমান ভূঁইয়া পলাশ,মহিন উদ্দিন,দিদারুল আলম দিদার,দিদারুল ইসলাম, কফিল উদ্দিন কচি,মাসুদ রানা,আজিজুল হক রাজু,গোলাপের রহমান, যুবলীগ নেতা জাহিদুল আলম জাহিদ প্রমুখ।
উল্লেখ্য ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও যুগ্ন আহবায়ক পদে সিভি আহবান করার পর গত ৩ দিনে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে মিছিল শোডাউনের মাধ্যমে ২৬০ জন প্রার্থী জীবন বৃত্তান্ত জমা দেন।
এন এইচ সুমন
সেনবাগ প্রতিনিধি